গাজীপুরের নাওজোড়-কাশিমপুর সড়কে সেতুর অভাবে ভোগান্তি পোহাচ্ছেন ৫ লক্ষাধিক মানুষ। বর্ষায় ইঞ্জিনচালিত নৌকা এবং শুকনো মৌসুমে সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন তারা। সেতু না থাকায় এ পথে চলতে পারে না কোনো যানবাহন। সিটি করপোরেশন থেকে সেতু নির্মাণের আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। দুর্ভোগ লাঘবে দ্রুত সেতু এবং রাস্তাটি নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানা যায়, আঞ্চলিক এ সড়ক গাজীপুর সিটি করপোরেশনের ১৪ এবং ৬ নম্বর ওয়ার্ডের সংযোগ স্থান। সড়কটি দিয়ে প্রতিদিন শিল্প-কারখানার হাজার হাজার শ্রমিক ছাড়াও স্কুল-কলেজ, মাদরাসার শিক্ষার্থীরা চলাচল করেন। আশপাশে শিল্প-কারখানা গড়ে উঠলেও সড়কটিতে লাগেনি উন্নয়নের ছোঁয়া। স্থানীয় বাসিন্দারা জানান, গাজীপুর সিটির চান্দনা চৌরাস্তা থেকে ৪ কিলোমিটার দূরে ইসলামপুর এলাকা। ইসলামপুরে ডংকা বিলের ওপর অনেক আগে একটি সেতু ছিল, যা ভেঙে গেছে। সেই স্থানটি ভাঙা ব্রিজের খেয়াঘাট হিসেবে পরিচিত এখন। ওই ঘাটের দুই পাশে ইসলামপুর, নাওজোড়, কড্ডা, কাশিমপুর, জরুন এলাকা। ডংকা বিলের ভাঙা সেতুর অংশে শুকনো মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয়। বর্ষাকালে যাতায়াতের ভসরা নৌকা। নাওজোড় থেকে ভাঙা ব্রিজ পর্যন্ত সড়ক প্রশস্ত হলেও এর পরের এক কিলোমিটারে কাজ হয়নি। ওই অংশ হেঁটে চলাচল করতে হয়।
স্থানীয় আবেদ আলী বলেন, কাশিমপুর থেকে কোনাবাড়ী হয়ে গাজীপুর শহরে যাতায়াত করা যায়, কিন্তু সময় বেশি লাগে। ইসলামপুর হয়ে গেলে অনেক সময়ে বাঁচে। ব্রিজ ও সংযোগ সড়ক না থাকায় প্রায় দেড় কিলোমিটার হেঁটে যেতে হয়। তা ছাড়া রয়েছে ঝুঁকিপূর্ণ সাঁকো। তবু বাধ্য হয়ে মানুষ এ পথে চলাচল করেন। অফিসগামী সাখাওয়াত হোসেন জানান, আমাদের সকাল-বিকাল যাতায়াত করতে হয়। সেতুটি হলে অনায়াসে চলাচল করতে পারতাম। আমাদের সময় ও গাড়িভাড়া কম লাগত। ভোগান্তি থেকেও মুক্তি পেতাম। অটোচালক জুয়েল বলেন, ভোটের আগে মেয়র ও কাউন্সিলর সবাই আশ্বাস দেন সেতু ও রাস্তা করে দেবেন। সিটি করপোরেশনের বয়স ১২ বছর হয়ে গেলেও কেউ কথা রাখেননি।
কাশিমপুরের বাসিন্দা গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার বলেন, নাওজোড় থেকে কাশিমপুরে যাতায়াতের এটি সহজ পথ। সড়ক ও সেতু নির্মাণ প্রকল্প সম্পন্ন হলে এলাকাবাসীর যাতায়াতের পথ সুগম হবে। নাওজোড়-কাশিমপুর সড়ক সংস্কার ও সেতু নির্মাণ মানুষের প্রাণের দাবি। গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী রকিবুল হাসান রাসেল বলেন, জাইকার অর্থায়নে সিটি করপোরেশন নাওজোড় থেকে কাশিমপুর পর্যন্ত ‘ব্রিজসহ রাস্তা উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। প্রকল্পের আওতায় সংযোগ সড়ক এবং তুরাগ নদের ওপর ও ভাঙা ব্রিজ এলাকায় দুটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করছি, খুব তাড়াতাড়ি দরপত্র অহ্বানের মাধ্যমে কাজ বাস্তবায়ন সম্ভব হবে।