চব্বিশের গণ অভ্যুত্থানে নিহত ছাত্রদল নেতা শহীদ মেহেদী হাসান রাব্বির সদ্য ভূমিষ্ট কন্যাসন্তানের খোঁজখবর নিতে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় গতকাল মাগুরা শহরের বরুনাতৈল গ্রামে রাব্বির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে প্রতিনিধিদলটি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, সদস্যসচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, খান হাসান ইমাম সুজা, আলমগীর হোসেন প্রমুখ।