কুষ্টিয়ায় সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি ও অস্বচ্ছল এবং অসুস্থ সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩ এপ্রিল) বেলা ১১ টায় কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টের সভা কক্ষে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের উপ-পরিচালক এ বি এম রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক আবু মনি জুবায়েদ রিপন।
অনুষ্ঠানে কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন অস্বচ্ছল ও অসুস্থ সাংবাদিক এবং সাংবাদিকদের মেধাবী ১৯ জন সন্তানকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/জামশেদ