ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) ফল ২০২৫ সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের অভ্যর্থনা জানিয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ওপেন অডিটোরিয়ামে এক ইনিশিয়েশন প্রোগ্রামের আয়োজন করা হয়।
নতুন শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই কর্মসূচির লক্ষ্য ছিল তাদেরকে আইইউবিএটির শিক্ষা ব্যবস্থা, সেবা ও সুযোগ-সুবিধার সাথে পরিচয় করিয়ে দেয়া।
অনুষ্ঠানে ইনিশিয়েশন বক্তৃতা প্রদান করেন কৃষি বিজ্ঞান কলেজের অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ মিয়া। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
এছাড়া, কানাডা থেকে আগত ভিজিটিং ফ্যাকাল্টি টেলর ইউয়ার্থ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য দেন।
সভায় সভাপতির বক্তব্য রাখতে গিয়ে আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। অনুষ্ঠানের শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মমতাজুর রহমান। এসময় বিভিন্ন কলেজের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, সমন্বয়কারী, পরীক্ষার নিয়ন্ত্রকসহ প্রশাসনিক কর্মকর্তারা নিজেদের পরিচয় প্রদান করেন এবং শিক্ষার্থীদের সাথে তাদের ইউনিট ও কর্মকাণ্ডের পরিচিতি তুলে ধরেন।
বিডি প্রতিদিন/নাজমুল