বিশ্ব ডায়াবেটিস দিবস ছিল গতকাল ১৪ নভেম্বর। ‘আসুন সুশৃঙ্খল জীবন যাপন করি, পরিবারকেও ডায়াবেটিসমুক্ত রাখি’ এ স্লোগানে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টর পার্কে উত্তরা ইয়োগা সোসাইটি ‘ডায়াবেটিস নিরাময়ে ইয়োগাচর্চার উপকারিতা’বিষয়ক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজি গাজী জসিম, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মন্জুরুল ইসলাম। সভাপতিত্ব করেন উত্তরা কল্যাণ সমিতি সেক্টর-৪-এর সভাপতি মেজর (অব.) আনিসুর রহমান। প্রধান আলোচক ছিলেন ন্যাচারাল মেডিসিন ও বয়স্ক রোগ বিশেষজ্ঞ ডা. মো. আমান উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে গাজী জসিম বলেন, ‘সুশৃঙ্খল জীবন ও নিয়মিত ইয়োগাচর্চার মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। সুস্থতা হলো মহান আল্লাহর নিয়ামত। শারীরিকভাবে সুস্থ না থাকলে কোনো কিছুই করা যায় না। সে কারণে নিয়মিত ইয়োগাচর্চা ও সুশৃঙ্খল জীবনযাপন খুবই জরুরি।’ উত্তরা ইয়োগা সোসাইটি সবাই মিলে সুস্থ থাকার উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। সেই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে উত্তরা ইয়োগা সোসাইটির সভাপতি মাসুদুর রহমান মল্লিকসহ ৩ শতাধিক ইয়োগা চর্চাকারী উপস্থিত ছিলেন।