কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের বিএনপির চূড়ান্ত মনোনয়নপ্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ১টার দিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ছনগাঁও গ্রামে এ হামলায় দোলা ও তার অর্ধশতাধিক অনুসারী আহত হন। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সামিরা আজিম দোলা বলেন, ‘আমাকে জানে মেরে ফেলার উদ্দেশেই এ হামলা চালানো হয়েছে। আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে সুষ্ঠু বিচার চাই।’ দোলার অনুসারী হাজি জসিম উদ্দিন ও জাহিদুল ইসলাম জানান, গত ৩ নভেম্বর সারা দেশের ২৩৭টি আসনে বিএনপির মনোনয়ন ঘোষণার সময় কুমিল্লা-৯ আসনে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয় উপজেলা বিএনপি সভাপতি মো. আবুল কালামকে। সম্ভাব্য তালিকায় দোলার নাম না থাকলেও তিনি মাঠে থেকে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে প্রচারণা চালাচ্ছিলেন।
গতকাল সকালে তিনি কান্দিরপাড় ইউনিয়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের কর্মসূচি শুরু করেন। কেমতলি বৈঠক শেষে ছনগাঁও যাওয়ার পথে হামলাকারীরা গাড়িবহরে অতর্কিত হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপে দোলা আহত হন এবং নেতা-কর্মীদের ওপরও হামলা চলে। এতে হাজি জসিম উদ্দিন, আবদুল হালিম, নুরু, যুবদল নেতা আবুল কাশেম, ফয়সল, জাহিদুল, সাগর, পারভেজ, আলাউদ্দিন, মন্টু, মোরশেদসহ প্রায় অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন। দোলার গাড়িসহ বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেলও ভাঙচুর করা হয়।
সামিরা আজিম দোলা বলেন, ‘আমার বাবা কর্নেল আজিম ছিলেন এ অঞ্চলের জনপ্রিয় নেতা। তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি মাঠে কাজ করছি। অথচ ঈর্ষান্বিত হয়ে আবুল কালামের অনুসারীরা মোশারফ হোসেন মুশুর নেতৃত্বে হামলা চালিয়েছে।’ অভিযুক্ত মোশারফ হোসেন মুশুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। প্রসঙ্গত, সামিরা আজিম দোলা সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক প্রয়াত কর্নেল (অব.) এম আনোয়ার-উল আজিমের একমাত্র কন্যা।