জাতীয় ঐক্যজোটের নেতারা বলেছেন, জুলাই আগস্টের গণ আন্দোলন প্রশ্নবিদ্ধ করে ভবিষ্যতে আন্দোলনে জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর গভীর ষড়যন্ত্র হচ্ছে। ভারত ও তাদের এদেশীয় দোসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তী সরকার ও তাদের কার্যক্রম বিতর্কিত করার চেষ্টা করে যাচ্ছে। তারা বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট দিয়ে সরকারের বৈধতা নিশ্চিত করতে হবে। গতকাল জোটের নীতিনির্ধারণী কমিটির সভায় নেতারা এ কথা বলেন। জোটের সমন্বয়ক সৈয়দ আবদুল হান্নান আল হাদীর সভাপতিত্বে ও মুখপাত্র মাসুদ হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী মাওলানা আলতাফ হোসাইন মোল্লা, গণআজাদি লীগ সভাপতি মো. আতাউল্লাহ খান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির চেয়ারম্যান মাওলানা ওবায়দুল হক প্রমুখ।
, বাংলাদেশ ইসলামী জনকল্যাণ পার্টির মহাসচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, জাতীয় ঐক্যজোটের নেতা তাইফুর রহমান রাহি প্রমুখ।