গাজীপুরের টঙ্গীতে চোর সন্দেহে আটক হওয়ার পর পুলিশ হেফাজতে রনি মিয়া (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে টঙ্গীর বড় দেওড়া এলাকা থেকে স্থানীয় লোকজন রনিকে আটক করে থানায় সোপর্দ করেন।
রনি টাঙ্গাইল সদর উপজেলার মীরের বেতকা গ্রামের কালু মিয়ার ছেলে। তিনি স্ত্রীকে নিয়ে টঙ্গীর বড় দেওড়া পরান মণ্ডলের টেক এলাকায় ভাড়াবাসায় থাকতেন। পেশায় ছিলেন নির্মাণশ্রমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে রনি মিয়ার বিরুদ্ধে একটি সাবমারসিবল পাম্প ও কিছু পাইপ চুরি করার অভিযোগ ওঠে। এসব জিনিসসহ তাকে আটক করেন স্থানীয় লোকজন। পরে তাকে টঙ্গী পশ্চিম থানায় সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, সন্ধ্যায় রনি থানা হাজতের ওয়াশরুমে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি মো. হারুন অর রশিদ বলেন, ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ থাকায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।