দেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্তে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৭৩ জন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১১৩, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮১, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৮৩, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সাত এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া তিনজনই পুরুষ। তাদের একজনের বয়স ৪৮, একজনের ৪৫ এবং আরেক জনের ৩২ বছর। বুলেটিনের তথ্য অনুযায়ী, মারা যাওয়া তিন ব্যক্তির মধ্যে একজন ঢাকার মিটফোর্ড হাসপাতালে, একজন ঢাকার বেসরকারি একটি হাসপাতালে এবং আরেকজন গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।