স্বাস্থ্য খাত সংস্কারের তিন দফা দাবিতে চলমান আন্দোলন বন্ধ করতে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। গতকাল তিনি বরিশালে এসে দুই দফা চেষ্টা করেও শিক্ষার্থীদের অনশন ভঙ্গ করাতে পারেননি। ছাত্র-জনতার ব্যানারে চলমান কর্মসূচির অংশ হিসেবে ব্লকেড পালন করেছেন শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১২টার দিকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু জাফর কর্মকর্তাদের নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের সামনে অনশনে থাকা শিক্ষার্থীদের কাছে আসেন। এ সময় অনশনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অনশন ভাঙার কথা বলেন তিনি। কিন্তু শিক্ষার্থীরা তার আহ্বানে সাড়া দেননি। পরে তিনি মেডিকেল কলেজের সভাকক্ষে হাসপাতালের বিভিন্ন বিষয় নিয়ে বরিশালের রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক অঙ্গনের প্রতিনিধিসহ সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে সেবাগ্রহীতাদের নিয়ে পুনরায় বিকাল সাড়ে ৩টার দিকে আন্দোলনস্থলে আসেন এবং অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। কথার একপর্যায়ে জুস খাইয়ে অনশন ভাঙাতে চেষ্টা করে ব্যর্থ হলে হাসপাতাল এলাকা ত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর। অনশনকারী শাফিন মাহমুদ বলেন, আমাদের ভাইয়েরা ১৭ দিন ধরে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দুর্নীতি, অনিয়ম ও স্বাস্থ্য খাত সংস্কারের তিন দফা দাবি নিয়ে আন্দোলন করছে। আমরাও তিন দিন ধরে অনশন করছি। এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্বাস্থ্য উপদেষ্টা এসে যতক্ষণ পর্যন্ত কোনো সমাধান না দেবেন, ততক্ষণ পর্যন্ত আমরা অনশন করব।