বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারা দেশের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে আজ বরিশাল বিভাগে ব্লকেড কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে আন্দোলনকারীরা। গতকাল বিকাল আন্দোলনের ১৬তম দিনে ব্লকেড কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলন এ ঘোষণা দেন আন্দোলনের নেতা মহিউদ্দিন রনি। এর আগে বেলা সাড়ে ১২টা থেকে বরিশাল নগরীর নথুল্লাবাদ ও সদর রোডের অশি^নী কুমার হলের সামনে অবস্থান নিয়ে ব্লকেড কর্মসূচি পালন শুরু করে। বিকাল ৪টার দিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠক রনি বলেন, আমরা বরিশালবাসী শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে সবাই ভোগান্তি ও হয়রানির শিকার হয়েছি। হাসপাতালের সিন্ডিকেট দালাল চক্র খুবই শক্তিশালী। তাদের সিন্ডিকেট ভেঙে দিতে স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাস দিতে কেন এত ভয় হয়।
এর আগে মঙ্গলবার সকালে স্বাস্থ্য খাত সংস্কারসহ তিন দাবিতে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে আমরণ অনশন শুরু করা শিক্ষার্থীদের মধ্যে দুজন অসুস্থ হয়ে পড়েন। তাদের অনশন ভঙ্গ ও হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে ব্যর্থ হয়ে ফটকের সামনে চিকিৎসার ব্যবস্থা করেন পরিচালক এ কে এম মুশিউল মুনীর।