চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম নগরের ভাঙা ও ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার হবে। ভারী বর্ষণ ও বিভিন্ন সেবা সংস্থার প্রকল্প বাস্তবায়নের কারণে ক্ষতিগ্রস্ত এসব সড়ক নগরবাসীর দুর্ভোগ বাড়াচ্ছে। জনদুর্ভোগ যেন আর না বাড়ে। তাই সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগকে দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করতে হবে। গতকাল চসিক কার্যালয়ে সড়ক সংস্কার ও জলাবদ্ধতা নিরসন বিষয়ক সভায় চসিকের প্রকৌশল বিভাগের কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন। সভায় তিনি চসিকের প্রকৌশল বিভাগের পুরকৌশল উপবিভাগের নির্বাহী প্রকৌশলীদের কাছে তাদের স্ব স্ব জোনের অবকাঠামোগত সমস্যা ও জলাবদ্ধতা পরিস্থিতি সম্পর্কে অবগত হন।
সভায় উপস্থিত ছিলেন চসিক প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফরহাদুল আলম, নির্বাহী প্রকৌশলী আশিকুল ইসলাম, আনোয়ার জাহান, রিফাতুল করিম, তাসমিয়া তাহসিন, মাহমুদ শাফকাত আমিন, শাফকাত বিন আমিন প্রমুখ।