গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করতে পারলেও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গতকাল জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন। লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার প্রমুখ।
নজরুল ইসলাম খান বলেন, ‘অবশ্যই সংস্কারের প্রয়োজন আছে। সেজন্য আমরা ৩১ দফা দিয়েছিলাম, যা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ছিল। আমাদের চেয়ে সুস্পষ্ট সংস্কারের প্রস্তাব আর কেউ দেয়নি। অথচ আমাদের সংস্কারের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করা হচ্ছে। বিএনপির এই নেতা বলেন, সংস্কার প্রক্রিয়াকে বিলম্বিত করার যে চেষ্টা তার কারণ আছে। কেউ কেউ সংগঠিত হওয়ার জন্য বেশি সময় চাচ্ছে। আবার কেউ কেউ জোট বাধার চেষ্টা করছে। কিছুদিন আগেও যারা একে অন্যকে বেইমান বলে আখ্যায়িত করেছেন তারা এখন ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। এসব কারণে জনগণের নির্বাচনের যে আকাক্সক্ষা সেটি বিলম্ব করবে? আমরা বিশ্বাস করি যে দেশে এরই মধ্যে নির্বাচন দেওয়ার মতো অবাধ পরিবেশ তৈরি হয়েছে।’
তিনি বলেন, যারা দেশে লুটপাট গুম-খুন চালিয়েছে তাদের বিচার দ্রুত সময়ে করা হোক। সেসব বিচারব্যবস্থা ত্বরান্বিত করতে আমরা অনেক আগেই আরেকটি দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দিয়েছিলাম। আমরা চাই সুবিচার হোক, কিন্তু বিলম্বিত বিচার নয়।’