কর্ণফুলী পেপার মিল চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। তিনি বলেন, পার্বত্যাঞ্চলের বন-জঙ্গল উজাড়। বৃক্ষ নিধন। ধ্বংসের পথে জীববৈচিত্র্য। এ অবস্থাায় কর্ণফুলী পেপার মিল চালু করা যাবে না, কারণ এখানে একটা বাঁশ বাগান নেই। বনে জঙ্গলে বাঁশ উজাড়। কাঁচামাল না থাকলে মিল কীভাবে চালু করা যাবে। কাঁচামাল জোগান দিতে হলে অবশ্যই বাঁশ সংরক্ষণ করতে হবে। বন সংরক্ষণ করতে হবে। তবেই পেপার মিলে কাগজ উৎপাদন করা সম্ভব হবে।
গতকাল সকালে জেলা প্রশাসক ও বন বিভাগের উদ্যোগে জিমনেশিয়াম চত্বরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধনকালে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।
জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার এস এম ফরহাদ হোসেন ও রাঙামাটি অঞ্চল বন সংরক্ষক মো. আবদুল আউয়াল সরকার, পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন ও জেলা সিভিল সার্জন নূয়েন খীসা উপস্থিাত ছিলেন।
পরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন পার্বত্য উপদেষ্টা। এর আগে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে জেলা প্রশাসক ও বন বিভাগের উদ্যোগে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জিমনেশিয়াম চত্বরে শেষ হয়।