ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, জিয়াউর রহমানকে জানুন, জিয়াউর রহমানের বক্তব্য স্টাডি করুন, তারপর রাজাকার স্লোগান দেন, বক্তব্য দেন, তা না হলে অজ্ঞতার জন্য লজ্জিত হবেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকালে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের জামালপুর জেলা শাখা আয়োজিত সমাবেশে ইসলামী যুব আন্দোলন জেলার সভাপতি মুফতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব, ইসলামী আন্দোলন জেলার সভাপতি মুফতি মোস্তফা কামাল, সাবেক সভাপতি ডা. সৈয়দ ইউনুস আহমদ, যুব আন্দোলন জেলার সাধারণ সম্পাদক মুফতি হামিদুল ইসলাম প্রমুখ। মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, পাকিস্তানের পর শেখ সাহেব এসে এই দেশে বাকশাল কায়েম করলেন, একটা পক্ষ ছাড়া আর কোনো দল থাকবে না। কিন্তু তার পরবর্তী সময়ে জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র সৃষ্টি করলেন, সবাইকে রাজনীতি করার অধিকার দিলেন, সবাই কথা বলবে, কোনো ভেদাভেদ থাকবে না, কে রাজাকার, আলবদর, আলশামস কোনো ভেদাভেদ থাকবে না। তিনি যখন প্রেসিডেন্ট তখন তাঁর সরকারের প্রধানমন্ত্রী করেছিলেন শাহ আজিজুর রহমানকে, যিনি একজন রাজাকার ছিলেন। সাকা চৌধুরী, যাকে শেখ হাসিনা ফাঁসি দিয়েছিলেন, কেন তাকে ফাঁসি দেওয়া হয়েছিল, তিনি কোন দলের ছিলেন? এসব জানতে হবে। রাজাকার বলে যারা স্লোগান দেন, মনে রাখবেন সেটা জিয়াউর রহমানের গায়ে গিয়েও লাগে। তিনি আরও বলেন, বর্তমানে যারা বিএনপির রাজনীতি করেন তারা ইতিহাস জানেন না, এসব নিয়ে স্টাডি করেন না।