যৌন হয়রানি ও সমকামিতায় অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ। গতকাল বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মনজুরুল হকের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, তদন্ত কমিটির সুপারিশে সিন্ডিকেটের ২৬৮তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধি মোতাবেক হাফিজুল ইসলামকে গত ৩১ মে চাকরি থেকে অপসারণ করা হলো।
ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী বোরহান উদ্দীন বলেন, এ সিদ্ধান্তের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন নির্যাতন থেকে রক্ষা পেল। তবে এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে শিক্ষক হাফিজুল ইসলামকে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর হাফিজুলের বিরুদ্ধে সমকামিতা, যৌন হয়রানি, শিক্ষার্থী হেনস্তা, আপত্তিকর মন্তব্য, শারীরিক ও মানসিক নির্যাতনসহ ২৭ দফা অভিযোগ তুলে তাকে চাকরিচ্যুতির দাবিতে আন্দোলন করে আসছিলেন বিভাগের শিক্ষার্থীরা।