ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ৫ আগস্টের পর দেশ গঠনের সুযোগ এসেছে। সেই সুযোগকে কাজে লাগাতে হবে।
গতকাল তিনি খুলনার শিববাড়ি মোড়ে রাষ্ট্রে মৌলিক সংস্কার, ফ্যাসিবাদে জড়িতদের বিচার নিশ্চিত করা, পিআর পদ্ধতিতে নির্বাচন ও বন্ধ মিল কলকারখানা চালুর দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশে এ কথা বলেন। সভাপতিত্ব করেন খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ।
পীর চরমোনাই আরও বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনায়, বক্তব্যে ও মন্তব্যে শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখতে হবে। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটাই বাক্স থাকবে। কোনো অবস্থাতেই পতিত ফ্যাসিবাদকে সুযোগ দেওয়া যাবে না। গণসমাবেশে আরও বক্তৃতা করেন মাওলানা আবদুল আউয়াল, অধ্যক্ষ ইউনুস আহমাদ, মাওলানা শোয়াইব হোসেন, মুফতি মোস্তফা কামাল, মাওলানা আবদুল্লাহ ইমরান।