রাজধানীর বাড্ডা, সাঁতারকুল, গজারিয়া মৌজার জমিতে স্বদেশ প্রোপার্টিজের অবৈধ বালু ভরাটসহ সব প্রচারণামূলক কাজ বন্ধ করতে নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। গতকাল চিঠির মাধ্যমে বাড্ডা থানার ওসিকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়। রাজউকের সহকারী নগর পরিকল্পনাবিদ (জোন-৪) অর্পন দে স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়েছে, বাড্ডা, সাঁতারকুল, গজারিয়া মৌজার দাগে অবস্থিত জমি বিশদ অঞ্চল পরিকল্পনা (২০২২-২০৩৫) এ ‘জলাশয়’ ও ‘সাধারণ বন্যা প্রবাহ’ এলাকা হিসেবে চিহ্নিত। ওই জমিতে স্বদেশ প্রোপার্টিজ লিমিটেড (সানভ্যালি আবাসন) অবৈধভাবে বালু ভরাট এবং প্রচারণামূলক কাজের মাধ্যমে হাউজিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। যা রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, পরিবেশ সংরক্ষণ আইন এবং জলাধার সংরক্ষণ আইনের পরিপন্থি। রাজউকের সহকারী নগর পরিকল্পনাবিদ অর্পন দে গতকাল বলেন, ‘আগামীকাল (আজ) জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর ও রাজউক সমন্বয়ে যৌথ টিম স্বদেশ প্রপ্রার্টিজ পরিদর্শনে যাবে। সেজন্য বাড্ডা থানায় আমরা একটা চিঠি দিয়েছি।’