চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন সংস্কার কমিশনের শিক্ষার্থী প্রতিনিধি মেহেদী হাসানের ওপর হামলা হয়েছে। শনিবার রাতে উপজেলার নারায়ণপুর পূর্ব বাজারে হওয়া হামলার ঘটনায় শাহজাহান প্রধান নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নিষিদ্ধঘোষিত শ্রমিক লীগের নারায়ণপুর ইউনিয়নের সভাপতি।
পুলিশ ও এলাকাবাসী জানান, নারায়ণপুর বাজারে মেহেদীর ভগ্নিপতি নাঈমের বীজ ও কীটনাশকের দোকানে শাহজাহান প্রধান ও নবীর হোসেনের নেতৃত্বে একটি গ্রুপ চাঁদা দাবি করে। দোকানে থাকা নাঈমের শ্বশুর হানিফ খান চাঁদা দিতে অস্বীকার করলে জামাই-শ্বশুরকে মারধর করা হয়। হানিফ মোবাইলে তার ছেলে মেহেদীকে বিষয়টি জানালে তিনি এসে ঘটনা সম্পর্কে জানতে চাইলে তার ওপরও হামলা করা হয়। পরে পুলিশ ও এলাকাবাসী মেহেদীকে আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ্ আহাম্মদ এবং সেনাবাহিনীর একটি টিম রাতেই ঘটনাস্থলে ছুটে যান।
ওসি মোহাম্মদ সালেহ্ আহাম্মদ বলেন, শাহজাহানকে প্রধান আসামি করে ছয়জনের বিরুদ্ধে মেহেদীর বাবা মামলা করেছেন। আটক আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে যৌথ বাহিনী কাজ করছে।