চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকতে গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন ‘সন্ত্রাসী’ আলী আকবর প্রকাশ ওরফে ঢাকাইয়া আকবর (৩২) মারা গেছেন।
রবিবার সকালের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় দুর্বৃত্তের গুলিতে গুলিবিদ্ধ হন আলী আকবর। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার সকালে তিনি মৃত্যুবরণ করেছেন।
গত ২৩ মে শুক্রবার রাতে নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার পশ্চিম পয়েন্টের ২৮ নম্বর দোকানের সামনে আড্ডারত অবস্থায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে গুলি করে দুর্বৃত্তরা। একই ঘটনায় গুলিবিদ্ধ হন সমুদ্র সৈকতে ঘুরতে আসা জান্নাতুল বাকী এবং শিশু মহিম ইসলাম রাতুল নামে দুই দর্শনার্থী।
প্রত্যক্ষদর্শী এক ব্যবসায়ী জানিয়েছেন, ঢাকাইয়া আকবর, একজন তরুণী এবং অন্য চারজন ছেলেসহ মোট ৬-৭ জন ২৮ নম্বর দোকানে বসেছিলেন। দোকানের এক ছেলে তারা কী অর্ডার করবেন জিজ্ঞেস করে। কিছু বুঝে ওঠার আগেই মোটরসাইকেলে করে চারজন যুবক ঘটনাস্থলে উপস্থিত হয়। তাদের মধ্যে একজন আকবর নামে ওই যুবককে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। এ সময় আকবর দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। তবু তিনি গুলিবিদ্ধ হন। এরপর মাটিতে লুটিয়ে পড়েন। এসময় আকবরের সাথে থাকা চারজন ছেলে ঘটনাস্থল থেকে দৌঁড়ে পালায়। আর যে তরুণী ছিলেন তিনি গুলিবর্ষণকারীদের সাথে ঘটনাস্থল ত্যাগ করেন।
এদিকে এঘটনায় এখনো পর্যন্ত কেউ মামলা বা অভিযোগ করতে থানায় আসেনি বলে জানিয়েছেন পতেঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম। তিনি বলেন, এখনো থানায় কেউ মামলা করতে আসেনি। মামলা যেহেতু হয়নি আমরা কাউকে শনাক্তও করতে পারিনি।
বিডি প্রতিদিন/নাজিম