চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং রবিবার বলেছেন, চীন ইন্দোনেশিয়ার সঙ্গে সহযোগিতা জোরদার করতে, রাজনৈতিক পারস্পরিক আস্থা ও কৌশলগত সমন্বয়কে আরও উচ্চতর পর্যায়ে উন্নীত করতে এবং যৌথভাবে ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করতে প্রস্তুত।
জাকার্তায় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠকে লি বলেন, উভয় দেশকে আর্থিক খাত, নতুন জ্বালানি, ডিজিটাল অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ এবং সামুদ্রিক খাতে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধান করতে হবে, বলে জানিয়েছে সরকারি বার্তা সংস্থা সিনহুয়া।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের প্রেক্ষাপটে, চীন বৈশ্বিক অংশীদারিত্ব গড়ে তুলতে চায় এবং ইন্দোনেশিয়ার মতো দেশগুলোর সঙ্গে সম্পৃক্ততা আরও গভীর করছে।
চলতি মাসের শুরুতে বেইজিং ও ওয়াশিংটন ৯০ দিনের শুল্ক বিরতিতে সম্মত হয়েছে। এদিকে, চীন ইন্দোনেশিয়ার সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার হওয়ায়, ইন্দোনেশিয়া তার রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমাতে কিছু ছাড় দেওয়ার প্রস্তাব দিয়েছে।
প্রাবোও এবং লি-এর বৈঠকের পর, অর্থনৈতিক উন্নয়ন নীতি, শিল্প ও সরবরাহ চেইন এবং আর্থিক সহযোগিতা সংক্রান্ত একাধিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে জানিয়েছে সিনহুয়া। লি তিনদিনের সফরে ইন্দোনেশিয়া অবস্থান করছেন এবং এরপর মালয়েশিয়া সফর করবেন, যেখানে তিনি আসিয়ান-জিসিসি-চীন সম্মেলনে অংশ নেবেন। সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম