চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে সংসদীয় প্রতিযোগিতা ‘নিলস-এলইবি জাতীয় ছায়া আইনসভা ২০২৫’। বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের এ কে খান অডিটোরিয়ামে এটি শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে দ্য নেটওয়ার্ক ফর ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস (নিলস) এবং লিগ্যাল এমপাওয়ারমেন্ট বাংলাদেশ (এলইবি)। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এ কে এম আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন আইন অনুষদের অধ্যাপক এ বি এম আবু নোমান, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ রেজাউল করিম। এবং চট্টগ্রাম জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট মো. সাইফুল ইসলাম শান্তু।