‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে রাষ্ট্রীয় শোক পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে গাজীপুরস্থ ব্রি সদর দপ্তরে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। বাদ যোহর শহীদদের মাগফিরাতের জন্য ব্রি কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
এসব কর্মসূচিতে ব্রির সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারি এবং শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন