বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার বৈধতা দিয়েছিল। এজন্য তাদের কৃতজ্ঞ থাকা উচিত ছিল। কিন্তু জামায়াতসহ ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো অকৃতজ্ঞ হয়ে ধর্ম বেচে রাজনীতি শুরু করছে। জামায়াতের ভাব দেখে মনে হয় তারা ক্ষমতায় চলে এসেছে। কিন্তু জামায়াত ভুলে গেছে বিএনপি একটি হাতি। হাতি যখন লড়ে তখন পুরো দল নিয়ে লড়ে। গতকাল দুপুরে শহরের মওলানা ভাসানী মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ড. ইউনূস ও তারেক রহমানের আলোচনার মধ্যদিয়ে একটি যুক্ত ইস্তেহার হয়েছে। সেই ইস্তেহারে বলা হয়েছে, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।
আমরা আশা করব আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ড. ইউনূস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে যে কমেটমেন্ট করেছেন তা থেকে তিনি দূরে সরে যাবেন না। এই কমেটমেন্ট থেকে দূরে গেলে তার সম্মান থাকবে না। তাই আমি মনে করি আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে।