সিরাজগঞ্জের বেলকুচিতে কাঁঠাল ও মুড়ি খাওয়ার পর খাদ্য বিষক্রিয়ায় বাকি বিল্লাহ (৫) ও আছিয়া খাতুন (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশু সম্পর্কে ভাই-বোন। তাদের বাবা নুরুল হক স্থানীয় একটি তাঁত কারখানার শ্রমিক।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে কাঠাল ও মুড়ি খায় শিশু বাকি বিল্লাহ ও আছিয়া খাতুন। খাওয়ার কিছুক্ষণের মধ্যে পর্যায়ক্রমে দুইজনই অসুস্থ হয়ে পড়ে। গুরুতর অবস্থায় খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ভাই-বোনকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের চিকিৎসক ডা. জুলফিকার আলী জানান, খাদ্য বিষক্রিয়া হয়ে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকেরিয়া জানান, পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি জানানো হয়নি। আমরা রাত ৯টার দিকে জানতে পেরেছি কাঠাল ও মুড়ি খেয়ে অসুস্থ হয়ে দুই শিশু দুপুরের পর মারা গেছে। এরই মধ্যে দুইজনের মরদেহ দাফনও করা হয়েছে। এ বিষয়ে কেউ অভিযোগ না দেয়ায় কোনো ব্যবস্থা নেয়নি।
বিডি প্রতিনি/নাজিম