বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উদ্যাপনে ‘আকাশ কাঁপে তারার আলোয়’ শিরোনামে ছয় দিনব্যাপী আর্টক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগ। গতকাল খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয় ছয় দিনব্যাপী এই আর্টক্যাম্প। অন্যদিকে ফ্যাসিবাদ পতনের পরবর্তী পরিস্থিতিতে জনতার বিজয় উদ্যাপনে ও শিক্ষার্থী-জনতার আন্দোলনের ইতিহাস জনসমক্ষে তুলে ধরতে বিভিন্ন জেলায় প্রদর্শনীর অংশ হিসেবে একই দিনে খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ‘ঐ নূতনের কেতন ওড়ে’ শীর্ষক প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে চারুকলা বিভাগের ব্যবস্থাপনায় এই প্রদর্শনীর উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। ২১ মে শেষ হবে ছয় দিনের এই আর্টক্যাম্প ও প্রদর্শনী।