ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ভূমি উন্নয়ন কর দেওয়া প্রত্যেক জমির মালিকের কর্তব্য। রাষ্ট্রপরিচালনার অন্যতম উৎস হলো কর। ভূমি উন্নয়ন কর বাংলাদেশ রাজস্ব খাতের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই কর সময়মতো নির্ধারণ ও আদায় ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনয়ন, অর্থনৈতিক সমৃদ্ধি ও সুশাসনের জন্য অপরিহার্য। গতকাল ভূমি ভবনের সম্মেলন কক্ষে সংস্থার কর আদায় বিষয়ক কর্মশালায় তিনি এসব কথা বলেন।
কর্মশালায় ১৬টি মন্ত্রণালয় ও দপ্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এজেএম সালাউদ্দিন নাগরি।
ভূমি উপদেষ্টা বলেন, ভূমি উন্নয়ন কর দেওয়া আগের মতো এখন বিড়ম্বনা নেই। যে কেউ যে কোনো স্থান হতে অনলাইনে এই ভূমি উন্নয়ন কর দিতে পারছে। আমাদের মানসিকতার পরিবর্তন আনতে হবে। ভূমি উন্নয়ন কর বা খাজনা হলো জমি ব্যবহারের বিপরীতে সরকারের নিকট বাৎসরিক প্রদেয় কর।