গোপালগঞ্জ জেলায় আইন-শৃঙ্খলা রক্ষায় যুক্ত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী।
দেখাগেছে, গোপালগঞ্জে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে নৌবাহিনীও যুক্ত রয়েছে। চলমান পরিস্থিতিতে যে কোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে গোপালগঞ্জের বিভিন্ন পয়েন্টে নিয়োজিত রয়েছে নৌবাহিনীর সদস্যরা। গোপালগঞ্জের বিভিন্ন সড়কে নৌবাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে বাংলাদেশ নৌবাহিনী।