শ্রম ও কর্মসংস্থান এবং নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শ্রমিকদের পাওনা পরিশোধ না করে বিদেশে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুজ্জামান শিখরের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। গতকাল সচিবালয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শ্রমিকদের বেতন, বোনাসসহ যাবতীয় পাওনাদি পরিশোধ বিষয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এ কথা জানান। শিখর মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ছিলেন।
এদিকে, শ্রমিকদের বেতন না দিয়ে প্রণোদনার টাকায় ‘ঋণ সমন্বয়’ করার অভিযোগে প্রিমিয়ার ব্যাংকের বিরুদ্ধে ‘ব্যবস্থা’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ঈদের আগে শ্রমিকের বেতন দিতে পারছে না এমন পাঁচটি কারখানার সমস্যা সমাধান করা হচ্ছে বলে জানান উপদেষ্টা। এ বিষয়ে তিনি বলেন, এখন আর কেউ নেই যে, বেতন দিচ্ছে না। সবাই বেতন দিয়েছে। যারা বেতন না দেওয়ার কারণে বিদেশে গমনে নিষেধাজ্ঞায় পড়েছেন। তারা বেতন দিয়েছেন মর্মে প্রমাণ দিলে বিদেশে যেতে পারবেন।