গাজীপুরের শ্রীপুর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. সারোয়ার হোসেনের ঝুট গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে গুদামে বিভিন্ন কারখানার অব্যবহৃত পণ্য, বিভিন্ন ধরণের কাপড়সহ ঝুটপণ্য পুড়ে গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টায় উপজেলার মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়কের বকুলতলা এলাকার নাকিব স্পিনিং মিলের সামনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে শ্রীপুর ফায়ার সার্ভিস স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মাহমুদুল হাসান বলেন, মঙ্গলবার রাত ১২টার দিকে শ্রীপুর পৌরসভার মাওনা-শ্রীপুর সড়কের বকুলতলা এলাকায় সারোয়ার হোসেনের ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। পরে আগুন নেভাতে না পেরে শ্রীপুর ফায়ার সার্ভিসে খবর পেয়ে দেওয়া হয়। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভাতে কাজে যোগ দেয়। আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে রাজেন্দ্রপুর মডার্ণ ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুনে গুদামে থাকা সমস্ত ঝুট মালামাল পুড়ে গেছে। এ সময় গুদামের ভেতরে থাকা তিনটি গরুও পুড়ে মারা যায়।
ঝুট গুদামের মালিক যুবদল নেতা সারোয়ার হোসেন জানান, ‘গুদামে প্রায় ১০০ টনের বেশি ঝুট পণ্য মজুদ করা ছিল। কিভাবে আগুন লেগেছে তা নিশ্চিত হওয়া যায়নি। বিশাল শেডের পুরোটাই ধ্বসে পড়েছে।’
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. মামুন জানান, রাত ১২টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সেখানে কাপড়ের বিশাল স্তুপ ছিল। এখন পর্যন্ত কেউ কোনো ধরনের হারানো সংবাদ দেয়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে তিনি জানান।
বিডি-প্রতিদিন/জামশেদ