জেন-জির কঠোর আন্দোলনে নেপালে সরকারের পতন হয় গত মঙ্গলবার। বিক্ষোভের দিনগুলোতে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সহিংস ওই বিক্ষোভের চার দিন পর রবিবার রাজধানী কাঠমান্ডুর চুচেপাটি এলাকার ভাটভাটেনি সুপারস্টোর থেকে দগ্ধ অবস্থায় ছয়টি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, এসব মৃতদেহের চেহারা দেখে পরিচয় শনাক্ত করা অসম্ভব। তাই সঠিক পরিচয় জানার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। কর্তৃপক্ষ এখনও নিশ্চিত হতে পারেনি যে, নিহতরা বিক্ষোভকারী, সুপারস্টোরের কর্মী, নাকি লুটপাটকারী।
১০ সেপ্টেম্বর, জেন-জেজি আন্দোলনের পর দেশব্যাপী অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সুপারস্টোরটি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। চুচেপাটি শাখা থেকে মৃতদেহগুলো উদ্ধারের সময় ধোঁয়া বের হচ্ছিল। পুলিশ সন্দেহ করছে যে, এই সহিংসতার কারণে অন্য ভাটভাটেনি আউটলেটেও মরদেহ পাওয়া যেতে পারে।
বিক্ষোভের সময় ভাটভাটেনির ২১টি আউটলেট ভাঙচুর ও লুটপাট করা হয়, যার মধ্যে ১২টি আউটলেট পুড়িয়ে দেওয়া হয়। এদিকে, গুরুতর আহত দুই বিক্ষোভকারী-যারা মাথায় গুলিবিদ্ধ হয়েছিলেন-বীর হাসপাতালে শুক্রবার ও শনিবার ভেন্টিলেটর সাপোর্টে মৃত্যুবরণ করেন। এই নতুন মৃত্যুর ফলে, জেন-জি আন্দোলনে নিহতের সংখ্যা বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ২১ জন বিক্ষোভকারী। সূত্র: দ্য হিমালয়ান টাইমস
বিডি প্রতিদিন/একেএ