ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী বলেছেন, ‘আমাদের নেতা তারেক রহমান আট মাস আগেই বলেছিলেন- বিএনপিকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়তে হবে। তার সেই ভবিষ্যৎ বাণীই আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে দেশবাসী। আসলেই আমরা অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করছি। আজ দেশ ও দলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র হচ্ছে।’
আজ সোমবার সন্ধ্যায় যাত্রাবাড়ী ও ডেমরা থানা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
নবীউল্লাহ নবী বলেন, ‘একটা গোষ্ঠী দেশে অস্থিতিশীলতার চেষ্টা করছে। তারা বাংলাদেশে সংকট তৈরির নানা ষড়যন্ত্র শুরু করেছে। এখন সবাইকে সতর্ক থাকতে হবে, যেন আইন-শৃঙ্খলার অবনতি ঘটিয়ে কোনও অগণতান্ত্রিক শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’
তিনি আরও বলেন, ‘বিএনপির নীতি, আদর্শ ও রাজনীতির সাথে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই। তারপরও বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে মিটফোর্ডের ঘটনা ভিন্নখাতে নেওয়ার চেষ্টা হচ্ছে। অবিলম্বে এ ঘটনার তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।’
বিডি প্রতিদিন/আরাফাত