ঢাকা শহরের খাল ও নদী দখলমুক্ত করতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) তরুণদের সঙ্গে নিয়ে কাজ করবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
মঙ্গলবার (২৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে ‘বাংলাদেশ ইয়ুথ কোয়ালিশন’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
প্রশাসক বলেন, “তরুণদের সম্পৃক্ত করে শুধু খাল নয়, গোটা শহরকে সবুজ, বাসযোগ্য ও নিরাপদ করে তুলতে হবে। উত্তরা দিয়াবাড়ি এবং পূর্বাচল এলাকায় পরিকল্পিত বনায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পূর্বাচলের খাল ও লেকগুলোকে নান্দনিকভাবে গড়ে তোলা হবে। এছাড়া বিমানবন্দরের পাশের খালি জায়গায় আরবান রিজার্ভ ফরেস্ট গঠনের পরিকল্পনাও রয়েছে।”
তিনি জানান, ডিএনসিসির উদ্যোগে ইতোমধ্যে ১০৮ কিলোমিটার খাল পরিষ্কার করা হয়েছে। খালের দুই পাড়ে সবুজায়ন ও নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
চাঁদাবাজির বিরুদ্ধে তরুণদের সজাগ হওয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ এজাজ বলেন, “তরুণদের প্রচেষ্টায় চাঁদাবাজি বন্ধ করতে হবে। শহরকে নিরাপদ ও বাসযোগ্য করতে হলে আমাদের সবাইকে সচেতন হতে হবে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. এ হামিদ খান, বাংলাদেশে নিযুক্ত সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি নায়কা মার্টিনেজ ব্যাকস্ট্রোমসহ অন্যান্য অতিথিবৃন্দ ও একশত স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ।
বিডি প্রতিদিন/মুসা