ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল চত্বর থেকে অবৈধভাবে ব্যবহারকৃত ২১টি হুইলচেয়ার জব্দ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বুধবার বিকালে জরুরি বিভাগের আশপাশে অভিযান চালিয়ে ২১টি হুইলচেয়ার জব্দ করা হয়।
অভিযানের সময়ে অবৈধভাবে হুইলচেয়ার বহনকারীরা দৌড়ে হাসপাতাল ছেড়ে পালিয়ে যায়। পরে আশপাশে তালাবদ্ধ করে রাখা হুইলচেয়ারগুলো জব্দ করা হয়।
জানা গেছে, হাসপাতালটিতে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বহিরাগত কিছু নারী-পুরুষদের দিয়ে ভাড়ায় হুইলচেয়ার দেওয়া হতো। সেই সুবাদে ওই সমস্ত নারী-পুরুষরা হাসপাতালে আসা রোগীদের হুইলচেয়ারে করে হাসপাতালের গন্তব্য স্থানে পৌঁছে দিতো। পাশাপাশি তারা বাইরের হাসপাতালে রোগী ভাগিয়ে নিতো। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতো রোগীরা। অনেকে আবার রোগীকে জিম্মি করে হাতিয়ে নিতো টাকা-পয়সা।
বাইর থেকে আসা রোগী বা তাদের স্বজনরা প্রথমে চিনতে পারতেন না, কে দালাল বা কে স্টাফ। যার ফলে প্রতিনিয়ত তাদের ফাঁদে পরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন। হাসপাতালের কতিপয় কিছু সংখ্যাক স্টাফদের সহযোগিতায় এই ব্যবসা চালিয়ে যেত চক্রটি।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা মেডিকেলের আশপাশের এলাকায় দালালদের তৎপরতা কমাতে অবৈধভাবে হুইল চেয়ার পরিচালনার বিরুদ্ধে ঝটিকা অভিযান পরিচালনা করা হয়।
তিনি আরও বলেন, বহিরাগত দালালদের একটা অংশ হুইল চেয়ারের মাধ্যমে সাধারণ রোগীদের হয়রানি করে থাকে। এটা প্রতিরোধ করতেই আমরা এসব অপকর্মের বিরুদ্ধে প্রায়শই এ ধরনের অভিযান পরিচালনা করে থাকি। আজকেও ২১টি হুইলচেয়ার জব্দ করা হয়।
ঢামেকের উপ-পরিচালক ডা. মো. আশরাফুল আলম বলেন, রুটিন কার্যক্রমের অংশ হিসেবেই আজকের এই অভিযান। পরিচালকের নির্দেশনা অনুযায়ী বিকাল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ এবং তার আশপাশের এলাকা থেকে এসব অবৈধ হুইল চেয়ার জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই