কালের কণ্ঠের তালা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুর মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন সাংবাদিকরা। এ ছাড়া তাঁরা সাংবাদিক টিপুকে শাস্তিদানকারী ইউএনও শেখ মো. রাসেলের অপসারণ দাবি করেছেন। গতকাল ঢাকা, সাতক্ষীরা, তালাসহ বিভিন্ন স্থানে এই দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আজ সাতক্ষীরায় সাংবাদিকরা জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবেন।
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন কার্যালয়ে স্মারকলিপি দেয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম। তালা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজন করে মানববন্ধনের। সাতক্ষীরায়ও মানববন্ধন করেন সাংবাদিকরা।
তথ্য কমিশনে স্মারকলিপি
বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশন কার্যালয়ে স্মারকলিপি দেয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
ওই সময় কালের কণ্ঠের পক্ষে উপস্থিত ছিলেন মফস্বল সম্পাদক রিদওয়ান আক্রাম। এ সময় সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর ২৪ ঘণ্টার মধ্যে সাংবাদিক টিপুকে নিঃশর্ত কারামুক্তি দেওয়া না হলে দেশব্যাপী কঠোর কর্মসূচিরও ঘোষণা দেন। আজ বৃহস্পতিবার সংগঠনের কেন্দ্রীয় নেতারা সাতক্ষীরায় সাংবাদিকদের প্রতিবাদ সমাবেশে যোগ দেবেন। তথ্য কমিশনের পরিচালক এ কে এম আজিজুল স্মারকলিপি গ্রহণ করে নিয়ম অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
ওই সময় উপস্থিত ছিলেন সংগঠনের ট্রাস্টি বোর্ডের সদস্য রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আব্দুল হাকিম রানা, সহসম্পাদক নুরুল হুদা বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, আনিসুর রহমান লিমন, মারিয়া আক্তার, সুমন খান প্রমুখ। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বলা হয়েছে, তালার এ ঘটনায় সাংবাদিকদের কণ্ঠরোধের মাধ্যমে প্রশাসনের এক শ্রেণির দালাল কারাদণ্ড দিয়ে দুর্নীতি-অনিয়মকে উসকে দেওয়ার পাঁয়তারা করছে। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সাজানো নাটকের বিরুদ্ধে প্রশ্ন রাখা হয়েছে—প্রশাসনের উচিত ছিল ঘটনার নিরপেক্ষতা বজায় রেখে ব্যবস্থা নেওয়া। কিন্তু তা করা হয়নি।
তালায় মানববন্ধন
কালের কণ্ঠের তালা প্রতিনিধি রোকনুজ্জামান টিপুর কারাদণ্ডের প্রতিবাদে বুধবার দুপুরে তালা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
তাতে সভাপতিত্ব করেন তালা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি এম এ ফয়সাল। সাংবাদিক মোস্তাফিজুর রহমান রেন্টুর পরিচালনায় তাতে বক্তব্য দেন তালা প্রেস ক্লাবের সদস্য সেলিম হায়দার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য কে এম শাহিনুর রহমান, আজিজুল ইসলাম প্রমুখ।
উপজেলায় যত উন্নয়নমূলক কাজ হয় তার সব হয় উপজেলা নির্বাহী কর্মকর্তার অধীনে। এসব কাজে কারো কোনো হস্তক্ষেপ চলবে না। কিছুদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তালা অপরিকল্পিত ড্রেন নির্মাণকে কেন্দ্র করে ইউএনওর বিরুদ্ধে সংবাদ প্রকাশ হওয়ায় হিংসার বলি হয়েছেন টিপু। বক্তারা বলেন, ইউএনও একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান। বিশ্ববিদ্যালয়ে তিনি ছাত্রলীগ নেতা ছিলেন। তাঁর আপন ভাবি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যন। দুর্নীতিবাজ ফ্যাসিস্ট সরকারের আমলা দিয়ে উপজেলার কি উন্নয়ন হবে?
সাতক্ষীরায় মানববন্ধন
গতকাল সকাল ১১টায় সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। তাতে সভাপতিত্ব করেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি। মানববন্ধন কর্মসূচি থেকে বুধবারের মধ্যে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে নিঃশর্ত মুক্তি না দিলে বৃহস্পতিবার সকাল ১১টায় সাতক্ষীরা ডিসি অফিসের সামনে অবস্থান ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন চ্যানেল আইয়ের সাংবাদিক আবুল কালাম আজাদ, সময় টিভির মমতাজ আহমেদ বাপি, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, দেশ টিভি ও বিডি নিউজের শরিফুল্লাহ কায়সার সুমন, বিএসএসের আসাদুজ্জামান, ইনডিপেনডেন্ট টিভি ও বাংলাদেশ বেতারের সাংবাদিক আবুল কাশেম, এখন টিভির আহসানুর রহমান রাজীব, দীপ্ত টিভির রঘুনাথ খাঁ, ডিবিসির এম বেলাল হোসাইন, মানবজমিনের এস এম বিপ্লব হোসেন, মানবাধিকারকর্মী মাধব চন্দ্র দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে ছিলেন না বা তাঁর সামনে কোনো ঘটনা ঘটেনি। এর পরও তিনি আইন ভঙ্গ করে সাংবাদিক টিপুকে সাজা দিয়েছেন। বক্তারা টিপুর নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার, ঘটনার তদন্ত সাপেক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপসহকারী প্রকৌশলী এম এম মামুন আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
গাজীপুরের চার প্রেস ক্লাবের বিবৃতি
টিপুর নিঃশর্ত মুক্তির দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে গাজীপুরের চারটি প্রেস ক্লাব। এর মধ্যে আছে গাজীপুর জেলা প্রেস ক্লাব, গাজীপুর সদর প্রেস ক্লাব, কালীগঞ্জ প্রেস ক্লাব ও শ্রীপুর প্রেস ক্লাব। গতকাল বিকেলে এসব সংগঠন যৌথভাবে এ বিষয়ে বিবৃতি দেয়।
গাজীপুর জেলা প্রেস ক্লাবে সভাপতি রিপন আনসারী, সাধারণত সম্পাদক শফিকুল ইসলাম ভুঁইয়া, গাজীপুর সদর প্রেস ক্লাবের সভাপতি আবু বকর সিদ্দিক, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক মোখলেসুর রহমান ও শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি এম এম ফারুক যৌথভাবে এই বিবৃতি দেন।
বিবৃতিতে তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সংবিধান, আইনের শাসন ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। গত ফ্যাসিস্ট সরকারের মতো আচরণ করায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ দণ্ডিত সাংবাদিকের দণ্ড বাতিল করে ৪৮ ঘণ্টার মধ্যে নিঃশর্ত মুক্তি দিতে হবে। অন্যথায় গাজীপুর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন