রাজধানীর লালবাগ থানাধীন নিউ পল্টনে পারিবারিক কলহের জেরে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক কলেজছাত্রী। মৃত ওই শিক্ষার্থীর নাম বেঞ্জির আহমেদ রোজ (১৯)। তার বাবার নাম বশির আহমেদ শিশির।
বুধবার (২৬ মার্চ) রাতে নিউ পল্টনের ১৩৯ নম্বর ভবনের ৭ তলার ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের অগোচরে নিজের কক্ষে দরজা বন্ধ করে ওড়না পেঁচিয়ে ফ্যানের হুকের সঙ্গে ফাঁস লাগান বেঞ্জির।
পরিবারের লোকজন দরজা ভেঙে তাকে উদ্ধার করে এবং লালবাগ থানাকে খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
বেঞ্জিরের মামা ফেরদৌস আলম সায়েম জানান, বেঞ্জির আহমেদ রোজ মুন্সি আব্দুর রউফ কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। মাসখানেক আগে মো. ছামীর হোসেন (২৩) নামের এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে শাশুড়ির সঙ্গে তার বনিবনা হচ্ছিল না। এর জেরেই সে আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
লালবাগ থানার এসআই নাজমুল হোসেন জানান, ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। পুলিশ ঘটনাটির বিস্তারিত তদন্ত করছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ