এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনে ইফতার করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। একই সঙ্গে তিনি তাদের হাতে ঈদ উপহারও তুলে দিয়েছেন।
সোমবার (১৭ মার্চ) সন্ধ্যায় ফতুল্লা মুসলিমনগর বায়তুল আমান সরকারি শিশু পরিবারের সদস্যদের নিয়ে ইফতার মাহফিল ও ঈদ উপহার বিতরণের আয়োজন করা হয়। আর এই আয়োজনকে ঘিরে এদিন এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ছিল উচ্ছ্বাস। সকলের মাঝেই ছিলো উৎসবমুখর পরিবেশ।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা অনুষ্ঠানস্থলে উপস্থিত হওয়ার সাথে সাথেই শিশুরা উৎফুল্ল হয়ে উঠেন। তারা জেলা প্রশাসকের কাছকাছি এসে বিভিন্ন দাবি-আবদার পেশ করেন। সেই সাথে জেলা প্রশাসকও মনযোগ সহকারে তাদের দাবী ও আবদার গুলো শুনেন।
সবশেষ তিনি সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করেন। একই সাথে একটি আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক ড. মো. মনিরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন ও নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/হিমেল