রাজধানীর মালিবাগে ভিক্টর ক্লাসিক পরিবহনের ধাক্কায় পলাশ মোল্লা (৩৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেলে চৌধুরীপাড়া শহিদী মসজিদের ঢালে এ ঘটনা ঘটে। নিহত পলাশ মোল্লা পেশায় মানি এক্সচেঞ্জ ব্যাবসায়ী ছিলেন। তিনি নড়াইল জেলার কালিয়া উপজেলার চর বল্লাহ হাটি গ্রামের মৃত আক্তার মোল্লাহ্ ছেলে। বর্তমানে দক্ষিণ বনশ্রীতে পরিবার নিয়ে থাকতেন। তিনি একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
পলাশ মোল্লাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা সৈয়দ জুলফিকার জানান, বিকেল ৫টার দিকে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন পলাশ। সেখানে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে তিনি পলাশ মোল্লাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কমিউনিটি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সংবাদ পেয়ে নিহতের ভাতিজা রেজওয়ান ও তার ভাই হাসপাতালে ছুটে আসেন। তারা জানিয়েছেন, মতিঝিলে পলাশ মোল্লার বিনিময় মানি এক্সচেঞ্জ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তাদের ধারণা পলাশ মোল্লা বাড়ি ফিরছলেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম