ঢাকা চট্টগ্রাম মহাসড়কে রাতের অন্ধকারে মাল বোঝাই একটি ট্রাক ডাকাতি করে নিয়ে আসে নোয়াখালী জেলার কবিরহাট উপজেলাতে। রড আনলোড করার সময় হাতেনাতে দুই ডাকাতকে আটক করে কবিরহাট থানা পুলিশ। রবিবার রাত আনুমানিক ১২টার সময় উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মধ্য সুন্দলপুর গ্রামের নিরা মিয়া বাড়ির মফিজুর রহমান আনন্দ মাষ্টারের ছেলে সোলেমান সুজন (৩৫), কবিরহাট পৌরসভা উত্তর ঘোষবাগ গ্রামের ৯ নম্বর ওয়ার্ড ওমর আলী বাড়ির ওমর আলীর ছেলে আবু ছায়েদ (৪৫)।
কবিরহাট থানার অভিযোগ সুত্রে জানা যায়, রাতে ডিউটিরত অবস্থায় কবিরহাট বাজার এবং বাটিয়া ভূঁইয়ারহাট বাজারের মাঝামাঝি অবস্থায় দুইজন যুবককে দেখে পুলিশের সন্দেহ হলে তাদের কাছে জানতে চাইলে তারা জানান, তারা গাড়ির ড্রাইভার, কুমিল্লা থেকে তাদেরকে মারধর করে রড় সহ গাড়ি ডাকাত দল এই দিকে নিয়ে এসে তাদের এখানে নেমে দিয়ে গাড়ি ও রড় নিয়ে যায়, তাদরে মোবাইল নিয়ে যাওয়ার কারণে তারা কারো সাথে যোগাযোগ করতে না পারায় এখানে বসে থাকেন। পরে পুলিশ বিভিন্ন ভাবে চেষ্টা করে গাড়ির মালিকের সাথে যোগাযোগ করতে সক্ষম হলে মালিক গাড়িতে থাকা ট্রেকার চেকিং করে জানান গাড়িটি কবিরহাট থেকে মাইজদীর দিকে যাচ্ছেন। তৎক্ষনাৎ পুলিশ গাড়িসহ রড উদ্ধারে নেমে পড়ে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ড্রাইভার এবং মালিকের দেওয়া তথ্য মতে আমি সদর থানাকে রাস্তা ব্যারিকেট দেওয়ার কথা বলে এদিক দিয়ে আমি রওনা করি, পরে সুন্দলপুর ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পৌঁছালে রড আনলোড হওয়ার আওয়াজ পেয়ে সেখানে গিয়ে হাতেনাতে দুইজন ডাকাতকে আটক করতে সক্ষম হই, সাথে একজন সিএনজি ড্রাইভাকেরও জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে, তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি প্রতিদিন/এএম