দলীয় শৃঙ্খলা ভঙ্গ, চাঁদাবাজি এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি এসএম আসলাম এবং সাবেক যুগ্ম আহ্বায়ক টিএইচ তোফাকে বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
এর আগে গত ৬ আগস্ট রাতে নাসিক ৬নং ওয়ার্ডের আদমজী এসও এলাকা থেকে এসএম আসলাম এবং ৪নং ওয়ার্ডের আজিবপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার এসএম আসলাম নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও টিএইচ তোফা জেলা তরুণ দলের সভাপতি ছিলেন। তাদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ৩০ দিন কারাভোগের আদেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।
পুলিশ সূত্রে জানা যায়, গোয়েন্দা সংস্থার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বিএনপির অঙ্গসংগঠনের এই শীর্ষ দুই নেতাকে গ্রেফতার করা হয়। চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। যার ফলে গতরাতে আটক হোন। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও নারায়ণগঞ্জ ডিবির টিম তাদের আটক করে এসপি অফিসে হস্তান্তর করে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) প্রত্যুষ কুমার মজুমদার জানান, তোফা এবং আসলামকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়। তারা বর্তমানে কারাগারে রয়েছে।
বিডি প্রতিদিন/আরাফাত