চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর এলাকায় কাজ করার সময় তেলের ডিপোতে পড়ে ১ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো তিনজন শ্রমিক। বৃহস্পতিবার রাতে উপজেলার সলিমপুর আবাসিক এলাকার ডিপোতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, তেলের ডিপোতে পড়ে গিয়ে আহত ৪ শ্রমিককে চমেক হাসপাতালে নিয়ে আসা হলে ১ জনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য তিনজনকে হাসপাতালের ২ নং ওয়ার্ডে ভর্তি করা হয়।
কুমিরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আল মামুন জানান, তেলের ডিপোটিতে ক্রুড ওয়েলসহ বিভিন্ন তেল মজুদ রাখা হত। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/এএম