চট্টগ্রামের রাউজানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আয়েশা সিদ্দীকার ওপর হামলাকারী সেই যুবদল নেতা শহিদুল ইসলাম ওরফে কালা শহীদকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে রাউজান পৌর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই নারী প্রকল্প কর্মকর্তা বাদী হয়ে রাউজান থানায় এজাহার দায়ের করেন।
গ্রেফতার শহীদুল ইসলাম ওরফে কালা শহীদ রাউজান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শাহ নগর গ্রামের শরীফ বাড়ির মৃত মাদুল ড্রাইভারের ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া বলেন, পিআইও’র উপর হামলার ঘটনায় জড়িত শহীদকে গত মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয়। এরপর বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে রাউজান উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দীকা নিজ অফিস কক্ষে হামলার শিকার হন। এ সময় গিয়ে কালা শহীদ তাকে হত্যার উদ্দেশ্যে চেয়ার দিয়ে মাথায় আঘাতের চেষ্টা চালায়। পরে অফিস কক্ষের আসবাবপত্র ভাঙচুর চালায় শহীদ।
পিআইও আয়েশা সিদ্দীকা অভিযোগ করে বলেন, আমি রাউজানে যোগদান করার পর থেকে শহীদ নামে এক ব্যক্তি আমার অফিসে বার বার আসতেন। বলতেন আমি অনেক ক্ষুধার্ত, আমাকে কাজ দেন। তার চাওয়াটা এরকম যে, তাকে প্রকল্প দিলে তিনি স্টাবলিশ হবেন। তাছাড়া কখনো কম্বল, কখনো প্রকল্প চাইতেন। উনি জনপ্রতিনিধি না হওয়ায় আমি তার সে প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছি। তাছাড়া লাইসেন্সধারী কোনো ঠিকাদার নয়। এতে ক্ষুব্ধ হয়ে আমাকে কয়েকবার হুমকি দেয়।
বিডি প্রতিদিন/এমআই