আন্তর্জাতিক গুম দিবসে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে দাঁড়িয়ে গুম হওয়া ব্যক্তিদের ফিরে পাওয়ার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের এক বছর পেরিয়ে যাওয়ার পরও গুম হওয়া স্বজনদের সন্ধান না পাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও ক্ষোভ প্রকাশ করেন তারা।
শনিবার দুপুরে ‘আমরা গুম পরিবার’র উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ফ্যাসিস্ট হাসিনার আমলে সিলেটের যারা গুম হয়েছিলেন, তারা হলেন-বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সভাপতি এম. ইলিয়াস আলী, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমেদ দিনার, ছাত্রদল নেতা জুনেদ আহমদ ও ইলিয়াস আলীর গাড়ি চালক আনসার আলী।
মানববন্ধনে বক্তারা গুম হওয়া নেতাদের স্বজনরা অভিযোগ করে বলেন, প্রায় ১৩ বছর ধরে সিলেটের চার নেতা গুম অবস্থায় আছেন। শেখ হাসিনার পতন হলে তারা মুক্ত অবস্থায় ফিরে আসবেন বলে আশা করেছিলেন স্বজনরা। কিন্তু তারা হতাশ হয়েছেন। গুম কমিশনের সাথে বার বার যোগাযোগ করা হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান মেলেনি। এতে গুম হওয়া ব্যক্তিদের পরিবারে হতাশা আরও বেড়েছে। অন্তর্বর্তী সরকারকে এ ব্যাপারে আরও আন্তরিক হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তারা।
মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী ও ড. এনামুল হক চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সহসভাপতি সালেহ আহমদ খসরু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল ও গুমের শিকার ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ দিনারের বোন তাহসিন শারমিন তামান্না প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই