পটুয়াখালীর কলাপাড়ায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.কাউছার হামিদ।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবীরা ফগার মেশিনের মাধ্যমে মৎস্য বন্দর আলীপুর, মহিপুর, কুয়াকাটা ও আশপাশের বিভিন্ন স্পটে মশা নিধনের স্প্রে ছিটিয়ে দেয়। এছাড়া পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করেন।
পরে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং জনগণকে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরাফাত হোসেন, সিপিপির পরিচালক আসাদুজ্জামান খান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো.মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/নাজিম