সিলেট নগরীতে শনিবার সকাল ৭টায় দেখা মিলল এক ব্যতিক্রমী দৃশ্য। সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নিজেই ঝাড়ু হাতে শহরের রাস্তা পরিষ্কার শুরু করেন। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও সিটি করপোরেশন আয়োজিত কর্মসূচিতে অংশ নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি এ কাজ করেন। জেলা প্রশাসকের এই কাজ সুধীমহলে প্রশংসা কুড়িয়েছে।
জানা যায়, শনিবার বিশ্ব পর্যটন দিবসে সিলেট সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সকালেই সার্কিট হাউসের সামনে থেকে জালালাবাদ পার্ক ও কিন ব্রিজ পর্যন্ত এলাকা পরিচ্ছন্ন করা হয়। এসময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম নিজেই ঝাড়ু হাতে পরিচ্ছন্নতার কাজে অংশ নেন। তার সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সামাজিক সংগঠন ক্লিন বিডির সদস্যরা।
জেলা প্রশাসক সারওয়ার আলম সিলেটে যোগদানের পর থেকে বিভিন্ন ইতিবাচক কার্যক্রমের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। বিশেষ করে সাদাপাথর লুট বন্ধ, লুণ্ঠিত পাথর উদ্ধার ও প্রতিস্থাপন, কিনব্রিজ দখলমুক্ত করা, হকার উচ্ছেদ ও পুনর্বাসনে তার উদ্যোগ সিলেটবাসীর কাছে প্রশংসিত হয়।
এদিকে, বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সিলেটে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে সার্কিট হাউসের সামনে থেকে সাইকেল র্যালির মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। র্যালিটি বন্দরবাজার, শিবগঞ্জ, টিলাগড় ও শাহী ঈদগাহ ঘুরে পুনরায় সার্কিট হাউস প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে শতাধিক সাইকেলিস্ট অংশ নেন। প্রধান অতিথি হিসেবে এতে অংশ নেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
এছাড়া দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পর্যটন মেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিডি প্রতিদিন/হিমেল