সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে একদিনে ৮২ জনকে পুশইন করেছে বিএসএফ। পুশইনের পর মঙ্গলবার মধ্যরাত থেকে গতকাল বুধবার ভোর পর্যন্ত বিজিবি তাদের আটক করেছে। পরে তাদের সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার রাত ৩টার দিকে সিলেটের জৈন্তাপুরের মোকামপুঞ্জি সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশইন করে বিএসএফ। এর মধ্যে ১৫ জন শিশু, ১০ জন নারী ও ৭ জন পুরুষ রয়েছেন। পরে শ্রীপুর বিওপির বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। এর কিছুক্ষণ পর একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ২০ জনকে পুশইন করে বিএসএফ। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৭ জন নারী ও ৭ জন শিশু রয়েছে।
বাংলাদেশ সীমান্তে প্রবেশের পরই বিজিবি তাদের আটক করে। বুধবার ভোরে জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর সীমান্ত দিয়ে ১৪ জনকে পুশইন করে বিএসএফ। এর মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছে। তারাও আটক হয়েছেন বিজিবির হাতে।
জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, জৈন্তাপুরের ৩টি সীমান্তবর্তী এলাকা থেকে বিজিবি ৬৬ জনকে আটক করেছে। পরে তাদের থানায় হস্তান্তর করা হয়।
এদিকে, সুনামগঞ্জ জেলার নোয়াকোট বিওপির আওতাধীন ছাতকের ছনবাড়ি এলাকা থেকে পাঁচ পরিবারের ১৬ জনকে পুশইন করেছে বিএসএফ। এদের মধ্যে ৫ জন পুরুষ, ৫ জন মহিলা ও ৬ জন শিশু রয়েছে।
বিডি প্রতিদিন/এমআই