মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত ১০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার বিকেলে উপজেলার কালাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে বন্ধু সমাজকল্যাণ সংস্থার আয়োজনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি রুবেল আহমেদ এর সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক নাজমুল শেখ এর সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শাহ নুর আহমেদ চৌধুরী টুনু।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শেখ রুমান আহমেদ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মিজানুর রহমান মিজান, শেখ জমশেদ আহমেদ, মো. ছালিক আহমেদ, রুমন চৌধুরী, হাফিজুর রহমান চৌধুরী তুহিন, আব্দুল করিম অলক।
এসময় সংগঠনের বিভিন্ন কার্যক্রমে প্রবাস থেকে সহযোগিতা করার জন্য ৫ জনকে সম্মা ননা ক্রেস্ট প্রদান হয়। বিতরণ করা ইফতার সামগ্রীর মধ্যে ছিলো চাল, ছোলা, তেল, চিনি, সেমাই, ডাল, পেয়াজ, আলু, খেজুর।
বিডি প্রতিদিন/হিমেল