জাতীয় প্রেস ক্লাবে একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে অসদাচরণ এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের নাজেহালের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।
সোমবার এক যৌথ বিবৃতিতে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলম এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তারা রাজনৈতিক দলের নেতা, বুদ্ধিজীবী ও সংশ্লিষ্ট সকলকে সাংবাদিকদের সঙ্গে সংযত ও সম্মানজনক আচরণের আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন, জাতীয় প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত প্রতিষ্ঠান এবং এ দেশের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। রাজপথে দাঁড়াতে না পেরে রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী ও সংস্কৃতিসেবীরা বহুবার প্রেস ক্লাবে অবস্থান নিয়ে কার্যক্রম পরিচালনা করেছেন।
নেতারা আরও বলেন, প্রেস ক্লাবকে বলা হয় গণতন্ত্রের সূতিকাগার—এটি সাংবাদিকদের দ্বিতীয় ঘর। রাজনৈতিক নেতা ও বিশিষ্ট ব্যক্তিরা এখানে এলে সাংবাদিকরা সর্বদা সহযোগিতা করেন। কিন্তু কিছু রাজনীতিক এই ঐতিহ্য বুঝতে ব্যর্থ হন।
বিবৃতিতে সাম্প্রতিক এক ঘটনায় জাতীয় প্রেস ক্লাবে একজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে এক রাজনৈতিক নেতার অশোভন আচরণকে ‘চরম অসভ্যতা’ হিসেবে উল্লেখ করা হয়। নেতৃবৃন্দ বলেন, এ ঘটনায় সাংবাদিক সমাজে যে ক্ষোভের সৃষ্টি হয়েছে তা স্মরণে রেখে সংশ্লিষ্ট সবাইকে ভবিষ্যতে আরও সতর্ক ও সংযত থাকার আহ্বান জানানো হচ্ছে।
বিডি-প্রতিদিন/শআ