শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের ইশতেহার ঘোষণার আগেই নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন চার শিক্ষক।
রবিবার রাতে ব্যক্তিগত কারণ দেখিয়ে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দেন তারা। পদত্যাগপত্রে দায়িত্ব পালনে অপারগতার কথা উল্লেখ করা হয়েছে।
পদত্যাগকারী চার শিক্ষক হলেন—গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার বলেন, হ্যাঁ, আমি নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।
আরেক কমিশনার অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ বলেন, আমি এ দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। কারণটি পদত্যাগপত্রে উল্লেখ আছে, ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় প্রশাসনিক ভবন–১–এর সামনে শাকসু নির্বাচনের লক্ষ্যে উপাচার্যের উপস্থিতিতে ১৩ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির।
বিডি-প্রতিদিন/সুজন