বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পিএস মোহাম্মদ মিজানুর রহমানের বিরুদ্ধে শিক্ষক ও কর্মকর্তাদের গোপন নথি ফাঁসের অভিযোগ উঠেছে। গত সোমবার গভীর রাতে তিনি নিজের ফেসবুক আইডির স্টোরিতে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০টি গোপন নথির ছবি শেয়ার করেন। কিছু সময় পর সেগুলো মুছে ফেললেও একাধিক স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। নথিগুলোর মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের চাকরিচ্যুতির আদেশ, তদন্ত প্রতিবেদন, অডিট আপত্তি, মামলার নথি ও ব্যক্তিগত আবেদনপত্রের ছবি ছিল।
বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা অভিযোগ করেছেন, মিজানুর রহমান এর আগেও গোপন নথি ফাঁসের সঙ্গে জড়িত ছিলেন। তারা এটিকে গুরুতর শৃঙ্খলাভঙ্গ ও দণ্ডনীয় অপরাধ বলে মন্তব্য করেছেন।
জীববিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, এমন ঘটনা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে; কর্তৃপক্ষের উচিত আইনানুগ ব্যবস্থা নেওয়া।
পিএস মিজানুর রহমান দাবি করেছেন, তিনি জানেন না কীভাবে ছবিগুলো তার ফেসবুক স্টোরিতে এসেছে।
উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন এবং প্রমাণ মিললে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।